মন্ত্রিপরিষদ বিভাগে বিভাগীয় কমিশনারগণের সাথে অনুষ্ঠিত সমন্বয় সভায় গৃহীত ৪(২) নং সিদ্ধান্ত অনুযায়ী ই-কোট সংক্রান্ত টিওটি কমসূচিতে প্রশিক্ষণপ্রাপ্ত কমকতাগণের মাধ্যমে জেলা ও উপজেলা পযায়ের সংশ্লিষ্ট কমকতাগনকে আগামী ৩০/০৯/২০১৬ইং তারিখের মধ্যে প্রশিক্ষণ বিষয়টি জোরদার করতে হবে এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন আগামী সভার পূবে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করতে হবে মর্মে নির্দেশনা পাওয়া গেছে। পতাকা ‘খ’ (পৃষ্ঠা-১৬) চিহ্নিত পত্রের নির্দেশনা আলোকে মন্ত্রিপরিষদ বিভাগে ৩০/০৮/১৬ইং হতে ০১/০৯/১৬ইং পযন্ত উল্লিখিত টিওটি তে অত্র জেলার এডিএম, সহকারী কমিশনার (ভূমি), লালপুর, সহকারী কমিশনার (জুডিশিয়াল মুন্সীখানা) ও সহকারী প্রোগ্রামার অংশগ্রহণপূবক প্রশিক্ষণ গ্রহণ সম্পন্ন করেছেন। পতাকা ‘গ’ (পৃষ্ঠা-১১-১৫) চিহ্নিত পত্রের মাধ্যমে ইতোমধ্যে নাটোর জেলায় দুই দিনের প্রতিটি ব্যাচে ২৫ জন করে ০৪টি ব্যাচে মোট ১০০ (একশ) জন কমকতা/কমচারীকে প্রশিক্ষণ দেয়ার জন্য মোট ৩,৯৮,০০০/- (তিন লক্ষ আটানব্বই হাজার) টাকা বরাদ্দ পাওয়া গেছে। এমতাবস্থায়, ক) প্রতিটি উপজেলা হতে খসড়া ছক (সংযুক্ত) মতে জরুরী ভিত্তিতে ১৫ জন করে পরিপত্রের আলোকে প্রশিক্ষণাথীর তথ্য চাওয়া যেতে পারে; খ) জেলা পযায়ে জেলা প্রশাসকের কাযালয়ে প্রযোজ্য কমরত কমকতা/কমচারী এবং জেলা পযায়ের প্রসিকিউটর এর তালিকা প্রস্তুত পূবক প্রশিক্ষণের আমন্ত্রণ জানানো যেতে পারে; (পরীক্ষামূলক)
Created at: 2017-05-20